বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. সাইফুল্লাহিল আজমকে বদলি করে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ মামুন শিবলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
আগে, ২০২৩ সালের ২১ ডিসেম্বর স্বাস্থ্যসেবা বিভাগে অতিরিক্ত সচিব পদে থাকা মো. সাইফুল্লাহিল আজমকে এনটিআরসিএ চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। সেই দিন এনটিআরসিএর পূর্ববর্তী চেয়ারম্যান এনামুল কাদের খান অবসরে যান, ফলে এনটিআরসিএ সদস্য এস এম মাসুদুর রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে, সাইফুল্লাহিল আজমকে প্রেষণে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।