ঢাকারবিবার , ১৭ ডিসেম্বর ২০২৩
  1. কারিগরি
  2. ক্যাম্পাস
  3. খেলাধুলা
  4. জব কর্নার
  5. দেশ-বিদেশ
  6. প্রাথমিক
  7. বিনোদন
  8. বিশ্ব-বিদ্যালয়
  9. মতামত
  10. মাদ্রাসা
  11. মাধ্যমিক
  12. শিক্ষাগুরু
  13. সম্পাদকীয়
  14. সারা দেশ

প্রধান শিক্ষকদের জন্য জরুরী নির্দেশনা

nasir uddin
ডিসেম্বর ১৭, ২০২৩ ১১:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

প্রশিক্ষণের অংশগ্রহণকারী শিক্ষকদের ব্যাংক হিসাবের তথ্য সঙ্গে আনতে হবে। বিষয়টি শিক্ষকদের নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠান প্রধানগণকে বিশেষভাবে অনুরোধ করা হলোঃ

For BEFTN:

1. Name (As per bank account)
2. Account Number
3. Bank Name
4. Branch Name
5. Routing Number
6. Mobile Number

* সাধারণত এই তথ্যগুলো লাগে। উপরে উল্লেখিত তথ্যগুলোর হার্ডকপি এবং Excel এর সফট কপি ব্যাংকে দিতে হয়। এছাড়া আপনারা আপনাদের সংশ্লিষ্ট ব্যাংকে যোগাযোগ করে আরও ক্লিয়ার হতে পারবেন।

* এখানে,আরও উল্লেখ্য ব্যাংক একাউন্ট নম্বরটি ন্যূনতম ১৩ ডিজিটের হতে হবে কোন প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থীর ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ১৩ ডিজিটের কম হলে সংশ্লিষ্ট ব্যাংকের সংশ্লিষ্ট ব্রাঞ্চে যোগাযোগ করে প্রশিক্ষনার্থীরা নিজে সংগ্রহ করে নিবেন।

* কোন রকম নগদ টাকা (ক্যাশ টাকা) এবং মোবাইল ব্যাংকিং একাউন্টে সম্মানী ও অন্যান্য আনুষঙ্গিক ভাতা দেয়া যাবে না।

* প্রশিক্ষণ শুরুর দিন উপরিউক্ত তথ্য সম্বলিত শীট প্রত্যেক কক্ষে দিয়ে দিলে উপস্থিতি পত্রে স্বাক্ষরের সাথে সাথে প্রশিক্ষণার্থীগণ আপনাদের এই তথ্যগুলো দিয়ে দিবেন।

সম্মানিত সংশ্লিষ্ট সকলকে আপনাদের নিয়ন্ত্রণাধীন জেলা/উপজেলা/থানা সমূহে (কস্ট সেন্টারে) প্রশিক্ষণ শুরুর পূর্বে উপরে উল্লেখিত পরামর্শ ও নির্দেশনা আবশ্যিকভাবে অনুসরণ করলে কাজটি অধিকতর কার্যকর হবে।

আপনাদের সকলের আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ।

ধন্যবাদান্তে
কাজী নুর মোহাম্মদ
বি.সি.এস(সাধারণ শিক্ষা)
হিসাবরক্ষণ কর্মকর্তা
ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিম, এস.ই.ডি. পি, মাউশি (প্রেষণে)

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।