কুড়িগ্রামের চিলমারীতে মাদরাসার অফিস সহকারীকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে একই মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে।
জানা গেছে, কুড়িগ্রামের চিলমারী উপজেলার চিলমারী সিনিয়র আলিম মাদরাসায় গত বুধবার বিকেলে ওই মাদরাসার শরীরচর্চা শিক্ষক হাসিবুল হাসান অফিস সহকারী মো. আনোয়ারুল ইসলাম জুয়েলকে অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করেন। পরে তাকে চিলমারী হাসপাতালে চিকিৎসার জন্য জরুরি বিভাগে নেয়া হলে সেখানেও ওই শিক্ষক হাসিবুল হাসান ও তার বড় ভাই হামিদুর ইসলাম আঙ্গুর হামলা চালান।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।