ঢাকাবৃহস্পতিবার , ১১ জানুয়ারি ২০২৪
  1. কারিগরি
  2. ক্যাম্পাস
  3. খেলাধুলা
  4. জব কর্নার
  5. দেশ-বিদেশ
  6. প্রাথমিক
  7. বিনোদন
  8. বিশ্ব-বিদ্যালয়
  9. মতামত
  10. মাদ্রাসা
  11. মাধ্যমিক
  12. শিক্ষাগুরু
  13. সম্পাদকীয়
  14. সারা দেশ

লালপুরে নসিমন উল্টে স্বামী-স্ত্রী নিহত  

nasir uddin
জানুয়ারি ১১, ২০২৪ ১২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী ব্যুরো চীফঃ  লালপুর (নাটোর) প্রতিনিধি।

নাটোরের লালপুরে কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন উল্টে স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ৭টার দিকে লালপুর-ঈশ্বরদী মহাসড়কে উপজেলার দক্ষিণ লালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দক্ষিণ লালপুর গ্রামের খায়েজ মোল্লার ছেলে চান্দু মোল্লা (৬২) ও তাঁর স্ত্রী আরবী বেগম (৪৫)।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত এক আত্মীয়কে দেখতে বৃহস্পতিবার সকালে নওগাঁ যেতে নছিমনে চেপে আজিমনগর স্টেশনের দিকে রওনা দেন তাঁরা। পৌনে ৭টার দিকে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ লালপুর ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি। এতে ঘটনাস্থলেই চান্দু মোল্লা মারা যান। স্থানীয়রা আরবী বেগমকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, ওই নারী ঘটনাস্থলেই মাওপরা গেছেন।

লালপুর ইউনিয়ন পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম বলেন, নিহতরা নওগাঁয় মৃত এক আত্মীয়কে দেখতে আজিমনগর স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে ভুটভুটি (নছিমন) উল্টে তাঁদের মৃত্যু হয়। ওই গাড়িতে তাঁরা দুজনই যাত্রী ছিলেন।

এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ নিশ্চিত করে বলেন,  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর নছিমন চালক পালিয়ে গেছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।