সাইফুল ইসলাম ঃনাটোরের বড়াইগ্রামের উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফকে পেটানোর ঘটনার ন্যায়ও সুষ্ঠ বিচার এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন শিক্ষকরা। এ দাবিতে সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন মাধমিক স্কুল ও মাদরাসার শিক্ষক কর্মচারীরা সভা করেছেন। সভা শেষে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি দেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।