গত বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসেই আগামী বছর, অর্থাৎ ২০২৫ খ্রিষ্টাব্দে, এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংক্ষিপ্ত সিলেবাসে হলেও সব বিষয়ে, পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে এ পরীক্ষার আয়োজন করা হবে। এ বিষয়ে সোমবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ঘোষণা দেয়া হয়েছে এবং কলেজগুলোকে বিষয়টি জানানো হয়েছে।
শিখন ঘাটতিতে থাকা ২০২৫ খ্রিষ্টাব্দের পরীক্ষার্থীদের ওপর বাড়তি চাপ না সৃষ্টি হয় তা নিশ্চিত করতে সংক্ষিপ্ত সিলেবাসে তাদের এইচএসসি ও সমমান পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।