শিক্ষাবাতায়ন ডেস্কঃ চট্টগ্রামের মিরসরাইতে দায়িত্ব পালনের সময় হঠাৎ বুকের ব্যথায় মো. সেলিম নামের এক পুলিশ এএসআই-এর সহকারী উপ-পরিদর্শকের মৃত্যু হয়েছে। তিনি বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে মারা গিয়েছেন।
আব্দুর রাজ্জাকের ছেলে হিসেবে পরিচিত সেলিম মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানায় কর্মরত ছিলেন। জোরারগঞ্জ থানা সূত্রে জানা গেছে যে, বারইয়ারহাট বাজারে সন্ধ্যায় দায়িত্ব পালন করতে গিয়ে তার বুকে অচেতন হয়ে পড়ে। তারপর তাকে জেনারেল হাসপাতালে নেওয়া হয় এবং তারই পরবর্তীতে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।