ঢাকাবৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর ২০২৪
  1. আন্তর্জাতিক
  2. কারিগরি
  3. ক্যাম্পাস
  4. খেলাধুলা
  5. জব কর্নার
  6. দেশ-বিদেশ
  7. প্রাথমিক
  8. বিনোদন
  9. বিবিধ
  10. বিশ্ব-বিদ্যালয়
  11. মতামত
  12. মাদ্রাসা
  13. মাধ্যমিক
  14. শিক্ষা
  15. শিক্ষা ও স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

অপ্রয়োজনীয় প্রকল্প দ্রুত বাদ দেওয়ার নির্দেশ দিলেন নাহিদ

shikshabatayon
সেপ্টেম্বর ৫, ২০২৪ ১:০২ পূর্বাহ্ণ
Link Copied!

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এও বলেছেন যে, এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রকল্পের অপ্রয়োজনীয় অংশগুলো দ্রুত বাদ দিতে হবে। তিনি জানান, এটুআই’র উদ্যোগগুলো জনগণের কাছে পৌঁছানো নিশ্চিত করতে হবে এবং উদ্ভাবনী শক্তির যথাযথ ব্যবহার করতে হবে।

তিনি আরও বলেন, এটুআই’র অনিয়ম ও দুর্নীতি সম্পর্কে একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং এসব তদন্ত প্রক্রিয়া যেন সুষ্ঠু ও স্বচ্ছ হয়, তা নিশ্চিত করতে হবে। বুধবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে এটুআই প্রকল্পের প্রধান কার্যালয় পরিদর্শনের সময় তিনি এসব মন্তব্য করেন।

নাহিদ ইসলাম জানান, দেশের যুবসমাজকে তথ্যপ্রযুক্তি খাতে সম্পৃক্ত করা হবে এবং প্রয়োজনে বিদেশে থাকা বাংলাদেশি তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের নিয়ে একটি অ্যাডভাইজরি টিম গঠন করা হবে। এই টিমের পরামর্শ অনুযায়ী তরুণদের কাজে লাগানো হবে।

তিনি উল্লেখ করেন যে, ব্যক্তিগত বা গ্রুপভিত্তিক উদ্ভাবনী কাজের ক্ষেত্রেও পরামর্শ দিলে তা উপকারী হতে পারে।

এসময় তরুণ উদ্যোক্তারা বিভিন্ন বিষয়ে তাদের মতামত দেন এবং আলোচনায় এটুআই’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।