আশুলিয়ার অর্ধশতাধিক কারখানায় চাকরি প্রত্যাশী ও পোশাক শ্রমিকদের বিক্ষোভের পর ছুটি ঘোষণা করা হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বাইপাইল থেকে জিরাবো পর্যন্ত সড়কের দুপাশের কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়।
শিল্প পুলিশ জানায়, সকালে শ্রমিকরা স্বাভাবিকভাবে কারখানায় আসেন, কিন্তু কাজ না করে বিক্ষোভ শুরু করলে কর্তৃপক্ষ একের পর এক কারখানা বন্ধ ঘোষণা করে। শ্রমিকরা উৎপাদন অব্যাহত রাখা কারখানার সামনে গিয়ে বিক্ষোভ ও ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলে সেসব কারখানায়ও ছুটি ঘোষণা করা হয়। সকাল সাড়ে ১০টা পর্যন্ত আশুলিয়ার অন্তত ৫০টি কারখানায় ছুটি দেওয়া হয়েছে।
আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের জিরাবো এলাকা ঘুরে দেখা যায়, ছুটি ঘোষণার পর শ্রমিকরা সড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়, যা তীব্র যানজট সৃষ্টি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পপুলিশ, সেনাবাহিনী এবং বিজিবির সদস্যরা কাজ করছে।
শিল্পপুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, শ্রমিকদের বিক্ষোভের কারণে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জিরাবো এলাকা পর্যন্ত সড়কের দুপাশের অন্তত ৫০টি কারখানা বন্ধ করা হয়েছে। শ্রমিকরা এখনও সড়কে অবস্থান করছে এবং আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।