এইচএসসি ও সমমান পরীক্ষায় অসন্তুষ্ট শিক্ষার্থীদের জন্য প্রতি বছরের মতো এবারও ফল পুনঃনিরীক্ষার আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আজ, ১৬ অক্টোবর থেকে এবং চলবে আগামী ২২ অক্টোবর পর্যন্ত। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আবেদন প্রক্রিয়া
ফল পুনঃনিরীক্ষার আবেদন করতে শিক্ষার্থীদের টেলিটক সিম ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস পাঠাতে হবে। প্রতি পত্রের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।
আবেদনের ধাপগুলো
1. প্রথমে মেসেজ অপশনে গিয়ে ‘RSC’ লিখে স্পেস দিতে হবে।
2. এরপর ‘বোর্ডের নামের প্রথম তিন অক্ষর’, স্পেস দিয়ে ‘রোল নম্বর’ এবং স্পেস দিয়ে ‘বিষয় কোড’ লিখে এসএমএস পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
3. ফিরতি মেসেজে আবেদন বাবদ কত টাকা লাগবে এবং একটি পিন নম্বর দেওয়া হবে।
4. এরপর আবার ‘RSC’ লিখে স্পেস দিয়ে ‘YES’ লিখে স্পেস দিয়ে পাওয়া পিন নম্বর এবং স্পেস দিয়ে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।
একাধিক বিষয়ের জন্য একই এসএমএসে আবেদন করা যাবে। এক্ষেত্রে বিষয় কোডগুলো কমা দিয়ে আলাদা করে লিখতে হবে। যদি কোনও বিষয়ের দুটি পত্র থাকে, তবে উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে।
আবেদন করার শেষ তারিখ
ফল পুনঃনিরীক্ষার আবেদন গ্রহণের শেষ তারিখ আগামী ২২ অক্টোবর ২০২৪।