ঢাকাশনিবার , ১৬ নভেম্বর ২০২৪
  1. আন্তর্জাতিক
  2. কারিগরি
  3. ক্যাম্পাস
  4. খেলাধুলা
  5. জব কর্নার
  6. দেশ-বিদেশ
  7. প্রাথমিক
  8. বিনোদন
  9. বিবিধ
  10. বিশ্ব-বিদ্যালয়
  11. মতামত
  12. মাদ্রাসা
  13. মাধ্যমিক
  14. শিক্ষা
  15. শিক্ষা ও স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

shikshabatayon
নভেম্বর ১৬, ২০২৪ ১১:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

টাঙ্গাইল: জেলার শিক্ষাক্ষেত্রে মেধাবীদের সনাক্ত ও তাদের সহায়তা প্রদানের লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে আজ শনিবার (১৬ নভেম্বর) বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইল সদর উপজেলার একটি কেন্দ্রে অনুষ্ঠিত এই পরীক্ষায় ২য় থেকে ৬ষ্ঠ শ্রেণির প্রায় ৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়তা এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া মেধাবীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, “আমাদের তরুণ প্রজন্মের প্রতিভাকে উদ্ভাসিত করতে শিক্ষার কোনো বিকল্প নেই। এই বৃত্তি তাদের শুধু আর্থিক সহায়তাই দেবে না, তাদের আত্মবিশ্বাসও বাড়াবে।”

পরীক্ষার ফলাফল আগামী জানুয়ারী ২০২৫ মাসের প্রথম সপ্তাহে ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বিজয়ীদের জন্য পরবর্তী সময়ে একটি জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হবে।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার প্রসার ও সমাজকল্যাণমূলক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।