ঢাকামঙ্গলবার , ৩ সেপ্টেম্বর ২০২৪
  1. আন্তর্জাতিক
  2. কারিগরি
  3. ক্যাম্পাস
  4. খেলাধুলা
  5. জব কর্নার
  6. দেশ-বিদেশ
  7. প্রাথমিক
  8. বিনোদন
  9. বিবিধ
  10. বিশ্ব-বিদ্যালয়
  11. মতামত
  12. মাদ্রাসা
  13. মাধ্যমিক
  14. শিক্ষা
  15. শিক্ষা ও স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

দাতা সংস্থাগুলো বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তা প্রদান করবে

shikshabatayon
সেপ্টেম্বর ৩, ২০২৪ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

দাতা সংস্থাগুলো বন্যার ক্ষয়ক্ষতির পর পুনর্বাসনে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, সম্প্রতি তিনি বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের সমন্বয়ক, আইএলওর কান্ট্রি ডিরেক্টর, আইওএম চিব অব মিশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি, ডাব্লিউএফপির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর, ইউনিসেফের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ ও ইউএনআরসিও হিউম্যান্টেরিয়ান অ্যাফেয়ার অ্যাডভাইজারের সঙ্গে বৈঠক করেছেন।

দেশের ১১ জেলায় ভারী বৃষ্টি এবং উজান থেকে আসা ঢলের কারণে বন্যা দেখা দেয়। বিপুল সংখ্যক মানুষ পানিবন্দি হয়ে পড়েন। সরকার জানিয়েছে, বন্যায় ৭১ জন মারা গেছেন এবং পরিস্থিতির উন্নতি হচ্ছে।

উপদেষ্টা বলেন, ‘আমরা বন্যার ত্রাণ পর্যায় শেষ করে পুনর্বাসন পর্যায়ে প্রবেশ করছি। মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ দ্রুত চলছে।’

তিনি জানান, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা পুনর্বাসনে সহায়তার আগ্রহ প্রকাশ করেছে। ‘আমি আজ জাতিসংঘের আটটি প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেছি। তারা পুনর্বাসন কর্মসূচিতে সহযোগিতা করতে প্রস্তুতি নিয়েছে।’

উপদেষ্টা আরও বলেন, ‘মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতি নিরূপণের পর তারা কোন বিষয়ে সহযোগিতা করতে পারে তা নির্ধারণ করে দেবেন, এবং তারা সর্বাত্মক সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আমি আশাবাদী যে, দুর্যোগ মোকাবেলার মতই আমরা পুনর্বাসন কর্মসূচিও সফলভাবে সম্পন্ন করতে পারব।’

তিনি বলেন, ‘ক্ষয়ক্ষতির তথ্য ডি-ফরমের মাধ্যমে তিন সপ্তাহের মধ্যে দেওয়া উচিত, তবে আমরা সেটি এক সপ্তাহের মধ্যে করতে বলেছি।’

ফারুক-ই-আজম বলেন, মাঠ প্রশাসন পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, ‘আমরা পরিবর্তিত সময়ে এগিয়ে যাচ্ছি এবং মানুষের মধ্যে নতুন প্রত্যয় এসেছে।’

বন্যাকবলিত এলাকা পরিদর্শনের সময় উপদেষ্টা জানান, ত্রাণ দিতে নৌকা নিয়ে যাওয়া হলেও পানি নেমে যাওয়ায় নৌকা আর চলছিল না। ফলে, ত্রাণের জন্য ব্যবহৃত নৌকাগুলো চট্টগ্রাম থেকে ক্রেন এনে ট্রাকে করে ঢাকা পাঠানো হচ্ছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।