ব্যুরোচীফ,রাজশাহী
নাটোরে বাগাতিপাড়ায় জিগরি উচ্চ বিদ্যালয়ে নতুন নিয়মে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির লটারিকে কেন্দ্র করে বঞ্চিত শিক্ষার্থীর অভিভাবকরা প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে অফিসকক্ষে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টা পরে ইউএনও’র হস্তক্ষেপে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করেন। বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর দুপুরে এ ঘটনা ঘটে। তবে নতুন ষষ্ঠ শ্রেণিতে ভর্তির নতুন নিয়ম বাতিলের দাবি অভিভাবকদের।
অভিভাবক সুত্রে জানা যায়, এই বিদ্যালয়ে এ বছরই হঠাৎ করে ষষ্ঠ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য লটারি করা হয়। বিদ্যালয়ের আশপাশেরসহ প্রত্যন্ত গ্রামের ১২৩ শিক্ষার্থী ভর্তি ফরম উত্তোলন করেন। কিন্তু লটারির মাধ্যমে মাত্র ৫৫ জন শিক্ষার্থীকে ভর্তির জন্য নির্বাচন করা হয়। অবশিষ্ট ৬৮ জন এই বিদ্যালয়ে ভর্তি হতে পারবে না বলে প্রধান শিক্ষক জানিয়ে দেন। এরপর ভর্তির সুযোগ না পাওয়া বঞ্চিত শিক্ষার্থীদের অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে প্রধান শিক্ষককে অফিস কক্ষে অবরুদ্ধ করে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে প্রায় এক ঘণ্টা পরে ইউএনও মোহাইমেনা শারমীন ঘটনাস্থলে পৌঁছে তালা খুলে দিতে বললে অভিভাবকরা তালা খুলে দেন।
###
এস ইসলাম, নাটোর।
২৯.১২.২০২৩
০১৭৬৪৯৬৪৫০২