ঢাকাবুধবার , ২৫ সেপ্টেম্বর ২০২৪
  1. আন্তর্জাতিক
  2. কারিগরি
  3. ক্যাম্পাস
  4. খেলাধুলা
  5. জব কর্নার
  6. দেশ-বিদেশ
  7. প্রাথমিক
  8. বিনোদন
  9. বিবিধ
  10. বিশ্ব-বিদ্যালয়
  11. মতামত
  12. মাদ্রাসা
  13. মাধ্যমিক
  14. শিক্ষা
  15. শিক্ষা ও স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন: র‍্যালি ও আলোচনা সভার আয়োজন

shikshabatayon
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন করা হয়েছে।

২৫ই সেপ্টেম্বর ২০২৪ রোজ বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান পরিচালিত হয়।

এ উপলক্ষে মাভাবিপ্রবির ফার্মেসি বিভাগ সকালে একটি র‍্যালির আয়োজন করে, যা তৃতীয় একাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে ফার্মেসি বিভাগে এসে শেষ হয়।

উদ্বোধনী বক্তৃতায় উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ উল্লেখ করেন, ফার্মেসি একটি গুরুত্বপূর্ণ বিষয় যা বাংলাদেশের পাশাপাশি সারা বিশ্বের মানুষের স্বাস্থ্যসেবার সঙ্গে নিবিড়ভাবে জড়িত। ফার্মাসিস্টরা ওষুধ উদ্ভাবন এবং মানসম্পন্ন ওষুধ তৈরি নিশ্চিত করেন, যা মানুষের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বিশ্ব ফার্মাসিস্ট দিবসের সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ, লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মিজানুর রহমান মোগল, প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন, টাঙ্গাইল জেলা সিআইডির এসএসপি মো. বেলায়েত হোসেন, টাঙ্গাইলের সিভিল সার্জন মো. মিনহাজ উদ্দিন মিয়া, এবং অন্যান্য বিভাগের ডিন ও চেয়ারম্যান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আশরাফ আলী।

র‍্যালি শেষে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়। এর পর একাডেমিক ভবন-৩ এর কনফারেন্স রুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, এসব অনুষ্ঠানে ফার্মেসি বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন অনুষদের ডিন ও চেয়ারম্যানসহ অন্যান্য শিক্ষকরা অংশগ্রহণ করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।