ঢাকাবুধবার , ৪ সেপ্টেম্বর ২০২৪
  1. আন্তর্জাতিক
  2. কারিগরি
  3. ক্যাম্পাস
  4. খেলাধুলা
  5. জব কর্নার
  6. দেশ-বিদেশ
  7. প্রাথমিক
  8. বিনোদন
  9. বিবিধ
  10. বিশ্ব-বিদ্যালয়
  11. মতামত
  12. মাদ্রাসা
  13. মাধ্যমিক
  14. শিক্ষা
  15. শিক্ষা ও স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

মাস্টার ট্রেইনার ও শিক্ষক প্রশিক্ষণে গুরুত্ব বাড়ানোর আহ্বান

shikshabatayon
সেপ্টেম্বর ৪, ২০২৪ ১২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার ‘সবাই মিলে শিখি’ প্রকল্পের আওতায় একীভূত শিক্ষা নিশ্চিত করতে মাস্টার ট্রেইনার এবং শিক্ষক প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেছেন।

মঙ্গলবার, সচিবালয়ে উপদেষ্টার দপ্তরে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্যা অ্যাফেয়ার্স হেলেন লাফেভের সাথে সাক্ষাতে তিনি এ কথা জানান। বৈঠকে তারা ইউএসএইডের সহায়তায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সবাই মিলে শিখি’ ও ‘এসো শিখি’ প্রকল্পের কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

সাক্ষাতে উপদেষ্টা ‘এসো শিখি’ প্রকল্পের মাধ্যমে দুর্যোগ মোকাবিলা, স্যানিটাইজেশন ও মোটিভেশনাল প্রোগ্রামের বিষয়ে ইউএসএইড-এর আরও সহযোগিতা কামনা করেন। পাশাপাশি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পে ইউএসএইড-এর সহায়তার আবেদন জানান।

উল্লেখযোগ্য, ইউএসএইডের সহায়তায় ‘সবাই মিলে শিখি’ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের ১১ জেলায় ৩৬টি উপজেলার ৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাস্টার ট্রেইনার ও শিক্ষক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রকল্পটি মে ২০২২ থেকে এপ্রিল ২০২৭ পর্যন্ত চলবে। ইউএসএইডের অপর প্রকল্প ‘এসো শিখি’ ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত কার্যকর থাকবে, যা দেশের আটটি বিভাগের ১৫ জেলার ৮১টি উপজেলায় ১০ হাজার ৪৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্যোগকালীন ও পরবর্তী সময় শিক্ষা কার্যক্রম চালানোর কাজ করছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।