ঢাকামঙ্গলবার , ৩ সেপ্টেম্বর ২০২৪
  1. আন্তর্জাতিক
  2. কারিগরি
  3. ক্যাম্পাস
  4. খেলাধুলা
  5. জব কর্নার
  6. দেশ-বিদেশ
  7. প্রাথমিক
  8. বিনোদন
  9. বিবিধ
  10. বিশ্ব-বিদ্যালয়
  11. মতামত
  12. মাদ্রাসা
  13. মাধ্যমিক
  14. শিক্ষা
  15. শিক্ষা ও স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

মেগা প্রকল্পের ঋণচুক্তি ও ব্যাংকিং খাতের বিষয়ে পর্যালোচনা করবে শ্বেতপত্র কমিটি

shikshabatayon
সেপ্টেম্বর ৩, ২০২৪ ৯:২৬ অপরাহ্ণ
Link Copied!

অর্থনীতির শ্বেতপত্র কমিটি মেগা প্রকল্প, ঋণচুক্তি, জ্বালানি এবং ব্যাংক খাতসহ অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে কাজ করবে। পরিকল্পনা কমিশনে ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত কমিটির দ্বিতীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য জানান, কমিটি কোন বিষয়গুলো নিয়ে কাজ করবে তা চিহ্নিত করা হয়েছে। শিগগিরই অংশীজনদের সঙ্গে আলোচনা শুরু হবে এবং দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, দুই-তিন দিনের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে প্রারম্ভিক রিপোর্ট জমা দেওয়া হবে এবং আগামী দুই মাসের মধ্যে কমিটি তার কাজ সম্পন্ন করবে। উল্লেখ্য, ২১ আগস্ট ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে ১২ সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়, যার সদস্যদের নাম প্রধান উপদেষ্টার অনুমোদনের পর চূড়ান্ত করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।