- শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর কাছে ৭ দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতির (কামরুজ্জামান) কেন্দ্রীয় নেতারা।
এ সময় সমিতির সভাপতি বিলকিস জামান, সহ-সভাপতি পারভীন জামান কল্পনা ও সাধারণ সম্পাদক মো. শাহে আলমের নেতৃত্বে সহ-সভাপতি মো. ফজলুল হক খান, মো. ফজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মামুনার রশিদ, সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল আলম, দপ্তর সম্পাদক মো. আতিকুর রহমান মিয়া উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী তাদের দাবি পূরণের আশ্বাস দেন এবং সরকারি-বেসরকারি শিক্ষকদের বৈষম্য নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে আশ্বাস দেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।