হাতীবান্ধায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে টংভাঙ্গা ইউনিয়ন সমাজ কল্যাণ সংঘ।
রংপুর বিভাগীয় ব্যুরোচীফঃ
লালমনিরহাটের হাতীবান্ধায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭টি পরিবার ৮ দিন ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবন পার করছে। তাদের এই পরিস্থিতির কথা উঠে আসে গণমাধ্যমে। তা দেখে পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন টংভাঙ্গা ইউনিয়নের সমাজ কল্যাণ সংঘ সংগঠনটি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দিয়েছেন নগদ আর্থিক সহায়তা।
রবিবার (৩১ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকার সময় টংভাঙ্গা ইউনিয়নের সমাজ কল্যাণ সংঘের সভাপতি ডক্টর এনামুল ৭ টি পরিবারকে আর্থিক সহায়তা করেন,
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য ব্যাবস্থাপনা পরিচালক, জাহাঙ্গীর আলম,আব্দুর রাজ্জাক ,সুজাত, ওবায়দুল ইসলাম, রায়হান, সিরাজুল ইসলাম পলাশ, আসাদুজ্জামান,সহ অন্যান্য সদস্যবৃন্দ।
এর আগে শনিবার ২৩ (ডিসেম্বর) ইলেক্ট্রিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ওই পরিবার গুলোর বাড়ীর আসবারপত্র সহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তাদের মাঝেই এই অর্থ সহায়াতা দিয়েছেন টংভাঙ্গা ইউনিয়নের সমাজ কল্যাণ সংঘ।
সংগঠনটি গরীব মেধাবী শিক্ষার্থীদের সহায়তা, বৃক্ষরোপণ কর্মসূচি,সহ বিভিন্ন জনসেবা মূলক কাযক্রম পরিচালনা করে আসছে।