ঢাকামঙ্গলবার , ৩ সেপ্টেম্বর ২০২৪
  1. আন্তর্জাতিক
  2. কারিগরি
  3. ক্যাম্পাস
  4. খেলাধুলা
  5. জব কর্নার
  6. দেশ-বিদেশ
  7. প্রাথমিক
  8. বিনোদন
  9. বিবিধ
  10. বিশ্ব-বিদ্যালয়
  11. মতামত
  12. মাদ্রাসা
  13. মাধ্যমিক
  14. শিক্ষা
  15. শিক্ষা ও স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

গণপরিবহনে শৃঙ্খলা পুনঃস্থাপন নিয়ে সাইফুল আলমের দৃঢ় প্রতিশ্রুতি

shikshabatayon
সেপ্টেম্বর ৩, ২০২৪ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক কমিটির আহ্বায়ক সাইফুল আলম ঢাকা শহরের গণপরিবহনে চাঁদাবাজি বন্ধ এবং শৃঙ্খলা ফিরে আনার প্রতিশ্রুতি দিয়েছেন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা ও মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। ‘চাঁদামুক্ত, সন্ত্রাসমুক্ত, নিরাপদ যাত্রীবান্ধব ও সুশৃঙ্খল সড়ক ব্যবস্থাপনা’ শীর্ষক সভার আয়োজন করেছে আহ্বায়ক কমিটি।

সভায় সাইফুল আলম ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, ২০০৮ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সড়ক পরিবহন সেক্টরে চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসের রাজত্ব ছিল। ঢাকা ও সারাদেশে মালিক সমিতি, পরিবহন কোম্পানি, বাস টার্মিনাল ও শ্রমিক ইউনিয়ন দখল করে চাঁদাবাজি করা হয়েছে।

সাইফুল আলম উল্লেখ করেন, স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর যারা চাঁদাবাজির সঙ্গে যুক্ত ছিল, তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে বা আত্মগোপন করেছে। এ অবস্থায় মালিক, চালক ও শ্রমিকদের সমন্বয়ে পরিবহন খাতে সুশৃঙ্খলা ও সচল রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি ৩৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে, যা পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যক্রম পরিচালনা করবে।

আহ্বায়ক কমিটি গঠনের পর তারা কিছু পদক্ষেপ গ্রহণ করেছে, যার মধ্যে অন্তর্ভুক্ত: যানবাহনে চাঁদাবাজি বন্ধ ও যাত্রীবান্ধব পরিবহন সেবা নিশ্চিত করা, যাত্রীদের নিরাপত্তা ও নিরাপদ সড়ক গড়ার লক্ষ্যে কাজ করা, এবং নারী, শিশু, প্রতিবন্ধী ও বয়োজ্যেষ্ঠ যাত্রীদের প্রতি বিশেষ যত্ন নেওয়া। এছাড়া সড়ক দুর্ঘটনা কমাতে মালিক, শ্রমিক ও প্রশাসনের সহযোগিতায় চেষ্টা অব্যাহত থাকবে। মালিক-শ্রমিক-পুলিশ প্রশাসন ও জনগণকে সম্পৃক্ত করে যাত্রীদের কল্যাণমুখী নিরাপদ সড়ক গড়ার জন্য কাজ করবে কমিটি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।