কানপুর টেস্টের তৃতীয় দিনের খেলা পুরোপুরি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, কারণ ভেজা আউটফিল্ডের কারণে এক বলও মাঠে গড়াতে পারেনি।
প্রথম সেশনের খেলা বাতিলের পর দ্বিতীয় সেশনে খেলা শুরু হওয়ার আশা ছিল। তবে মাঠ খেলার উপযোগী না হওয়ায় আম্পায়াররা দিনের খেলা আগেভাগেই বাতিল করেন। আগের রাতে কানপুরে টানা বৃষ্টি হলেও সকাল থেকে বৃষ্টি ছিল না। তা সত্ত্বেও খেলা শুরু করা সম্ভব হয়নি, যা নিয়ে বেশ কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। স্টেডিয়াম কর্তৃপক্ষের মতে, খেলা শুরু করতে না পারার পেছনে দুটি মূল কারণ ছিল: একদিকে আলোর স্বল্পতা, অন্যদিকে ভেজা আউটফিল্ড।
দিনভর দুই দলের খেলোয়াড়েরা হোটেলে অবস্থান করেছেন এবং একবারের জন্যও মাঠে আসেননি।
এর আগের দিন, শনিবারও একইভাবে দ্বিতীয় দিনের খেলাও বৃষ্টির কারণে পুরোপুরি বাতিল হয়, সেদিনও কোনো বল মাঠে গড়ায়নি। প্রথম দিন মাত্র ৩৫ ওভার খেলা সম্ভব হয়েছিল, যেখানে দুইবার বৃষ্টির বাধায় খেলা থেমে গিয়েছিল।
প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশ ৩ উইকেটে ১০৭ রান সংগ্রহ করে, যেখানে মুমিনুল হক এবং মুশফিকুর রহিম অপরাজিত ছিলেন।