ঢাকামঙ্গলবার , ১ অক্টোবর ২০২৪
  1. আন্তর্জাতিক
  2. কারিগরি
  3. ক্যাম্পাস
  4. খেলাধুলা
  5. জব কর্নার
  6. দেশ-বিদেশ
  7. প্রাথমিক
  8. বিনোদন
  9. বিবিধ
  10. বিশ্ব-বিদ্যালয়
  11. মতামত
  12. মাদ্রাসা
  13. মাধ্যমিক
  14. শিক্ষা
  15. শিক্ষা ও স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

রক্ষণাবেক্ষণ কাজের জন্য হজরত শাহজালাল বিমানবন্দরের রানওয়ে প্রতিদিন রাত ৩.৫ ঘণ্টা বন্ধ থাকবে

shikshabatayon
অক্টোবর ১, ২০২৪ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ মঙ্গলবার থেকে ১৪ অক্টোবর পর্যন্ত প্রতিদিন রাতে সাড়ে তিন ঘণ্টা করে বন্ধ থাকবে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানিয়েছেন, প্রতিদিন রাত ১টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত রানওয়ে ও ফ্লাইট কার্যক্রম বন্ধ থাকবে। এই সময়ে কোনো ফ্লাইটের উড্ডয়ন বা অবতরণ সম্ভব হবে না, ফলে ফ্লাইট সূচিতে পরিবর্তন আসতে পারে।

তিনি আরও জানান, এ বিষয়ে সব এয়ারলাইনস এবং সংশ্লিষ্ট সংস্থাকে আগেই অবহিত করা হয়েছে এবং বিমানবন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় সমন্বয় করেছে। যাত্রীদের তাদের ফ্লাইটের বিষয়ে আগাম তথ্য দেওয়ার জন্য এয়ারলাইনসগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।