ঢাকারবিবার , ২৯ সেপ্টেম্বর ২০২৪
  1. আন্তর্জাতিক
  2. কারিগরি
  3. ক্যাম্পাস
  4. খেলাধুলা
  5. জব কর্নার
  6. দেশ-বিদেশ
  7. প্রাথমিক
  8. বিনোদন
  9. বিবিধ
  10. বিশ্ব-বিদ্যালয়
  11. মতামত
  12. মাদ্রাসা
  13. মাধ্যমিক
  14. শিক্ষা
  15. শিক্ষা ও স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

উচ্চতর গবেষণা কেন্দ্রের পরিচালক নিয়োগে বিশ্ববিদ্যালয়ে সার্চ কমিটি গঠন

shikshabatayon
সেপ্টেম্বর ২৯, ২০২৪ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন উচ্চতর গবেষণা কেন্দ্রসমূহে পরিচালক নিয়োগের জন্য একটি সার্চ কমিটি গঠন করেছে। রোববার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই সার্চ কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লোকপ্রশাসন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সালাহউদ্দিন এম আমিনুজ্জামান। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সমাজবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সর্দার আমিনুল ইসলাম এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. তাসনিম আরেফা সিদ্দিকী। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, কমিটি উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালকের জন্য একজন প্রার্থী সুপারিশ করবে, যিনি জ্ঞান, প্রজ্ঞা, দক্ষতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে যোগ্য হবেন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে গবেষণা কার্যক্রমের মানোন্নয়ন এবং গবেষণার প্রতি শিক্ষকদের উৎসাহিত করার লক্ষ্যে পর্যায়ক্রমে অন্যান্য গবেষণা কেন্দ্রগুলোর জন্যও একইভাবে সার্চ কমিটি গঠন করে পরিচালক নিয়োগের পরিকল্পনা রয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।