ঢাকাবুধবার , ৪ সেপ্টেম্বর ২০২৪
  1. আন্তর্জাতিক
  2. কারিগরি
  3. ক্যাম্পাস
  4. খেলাধুলা
  5. জব কর্নার
  6. দেশ-বিদেশ
  7. প্রাথমিক
  8. বিনোদন
  9. বিবিধ
  10. বিশ্ব-বিদ্যালয়
  11. মতামত
  12. মাদ্রাসা
  13. মাধ্যমিক
  14. শিক্ষা
  15. শিক্ষা ও স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

গুচ্ছ ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগ, তদন্তের নির্দেশনা জারি

shikshabatayon
সেপ্টেম্বর ৪, ২০২৪ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

শিক্ষা মন্ত্রণালয় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি প্রক্রিয়ায় সম্ভাব্য অনিয়ম তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) একটি কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে। এ কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রোখছানা বেগমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষায় মেরিট তালিকা এবং মাইগ্রেশন সংক্রান্ত কোনো অনিয়ম বা ত্রুটি আছে কিনা তা নির্ধারণের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একজন সদস্যকে আহ্বায়ক করে বিশেষজ্ঞ শিক্ষকদের সমন্বয়ে একটি কমিটি গঠন করতে বলা হয়েছে। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে সুস্পষ্ট মতামত ও সুপারিশসহ প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এই তদন্ত কমিটিতে শিক্ষার্থীদের পক্ষ থেকে একজন শিক্ষক ও দুইজন শিক্ষার্থী প্রতিনিধি অন্তর্ভুক্ত করার এবং তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত গুচ্ছ ভর্তি কার্যক্রম স্থগিত করার দাবি জানিয়েছে। তারা মনে করছেন, তদন্ত কমিটিতে শিক্ষক এবং শিক্ষার্থী প্রতিনিধিদের না রাখা হলে সুষ্ঠু তদন্তের নিশ্চয়তা থাকবে না।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।