সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদের ব্যানারে চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ করার দাবিতে এক শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন জেলা থেকে আগত ৩৫ বয়সসীমার প্রত্যাশীরা এতে অংশ নেন।
সমাবেশে উপস্থিত চাকরি প্রত্যাশীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়েছিলেন, যার মধ্যে লেখা ছিল: ‘উই ওয়ান্ট নো এজ লিমিট’, ‘চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ চাই’, ‘বয়সসীমা মুক্ত করি-স্বপ্ন গড়ি দেশ গড়ি’, এবং ‘শিক্ষা ও স্বাস্থ্য খাতে বয়সসীমা উন্মুক্ত চাই’। তারা আরও দাবি করেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ ব্যবস্থা করতে হবে এবং চাকরিতে কোনো বৈষম্য রাখা যাবে না।
চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন তাদের দাবি সমর্থন করে অন্তর্বর্তীকালীন সরকারকে এই দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানান।
এর আগে, ২৭ সেপ্টেম্বর (শুক্রবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীরা আজকের এই সমাবেশের ঘোষণা দেন। তারা সরকারকে সময়মতো ব্যবস্থা নিতে না পারলে শান্তিপূর্ণ আন্দোলনে দেশের বিভিন্ন স্থান থেকে আরও মানুষকে যোগদানের আহ্বানও জানিয়েছিলেন।