ঢাকাবৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর ২০২৪
  1. আন্তর্জাতিক
  2. কারিগরি
  3. ক্যাম্পাস
  4. খেলাধুলা
  5. জব কর্নার
  6. দেশ-বিদেশ
  7. প্রাথমিক
  8. বিনোদন
  9. বিবিধ
  10. বিশ্ব-বিদ্যালয়
  11. মতামত
  12. মাদ্রাসা
  13. মাধ্যমিক
  14. শিক্ষা
  15. শিক্ষা ও স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

বিমানবন্দরে শান্তদের ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হলো

shikshabatayon
সেপ্টেম্বর ৫, ২০২৪ ১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয় করে ইতিহাস সৃষ্টি করেছে। রাওয়ালপিন্ডিতে দুই টেস্টের সিরিজে প্রথম টেস্টে ১০ উইকেট এবং দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে পাকিস্তানকে পরাজিত করেছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল।

সিরিজ জয়ের পর বাংলাদেশ দলের সদস্যদের অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা ড. ইউনূস। তিনি উল্লেখ করেছেন যে, দলের দেশে ফিরে আসলে তাদের সংবর্ধনা দেয়া হবে।

আজ বিকেলে পাকিস্তান থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয় বাংলাদেশ ক্রিকেট দল। দুবাই হয়ে রাত ১১টার দিকে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় শান্তর নেতৃত্বাধীন দল।

দলটি দুই ভাগে দেশে ফিরবে। প্রথম ভাগে অধিনায়ক শান্ত, কোচ চন্ডিকা হাথুরুসিংহ সহ অন্যান্য খেলোয়াড়রা ঢাকায় এসে পৌঁছান। এই গ্রুপে ছিলেন মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, শরিফুল ইসলাম, সাদমান ইসলাম, নাহিদ রানা, খালেদ আহমেদ, এবং তাইজুল ইসলাম।

রাত ১১টায় বিমানবন্দরে বিসিবি ফুল দিয়ে পাকিস্তান জয়ী বীরদের স্বাগত জানায়। উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক আকরাম খান, নাজমুল আবেদিন ফাহিম, ইফতেখার আহমেদ মিঠু ও ফাহিম সিনহা। কোচ চন্ডিকা হাথুরুসিংহকেও ফুলের মালা পরিয়ে দেয়া হয়।

অন্য গ্রুপটি দোহা হয়ে ঢাকায় পৌঁছাবে রাত ২টা ১৫ মিনিটে। তবে সাকিব আল হাসান দেশে ফিরে আসেননি; তিনি পাকিস্তান থেকে কাউন্টি ক্রিকেট খেলতে চলে যাবেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।