ঢাকাশুক্রবার , ২৯ ডিসেম্বর ২০২৩
  1. কারিগরি
  2. ক্যাম্পাস
  3. খেলাধুলা
  4. জব কর্নার
  5. দেশ-বিদেশ
  6. প্রাথমিক
  7. বিনোদন
  8. বিশ্ব-বিদ্যালয়
  9. মতামত
  10. মাদ্রাসা
  11. মাধ্যমিক
  12. শিক্ষাগুরু
  13. সম্পাদকীয়
  14. সারা দেশ

কমিটি কিংবা এনটিআরসি সকল ইনডেক্সধারী শিক্ষকের জন্য হাইকোর্টের বদলি রায় ।

nasir uddin
ডিসেম্বর ২৯, ২০২৩ ৬:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

শিক্ষাবাতায়ন ডেস্কঃ  কমিটির অধীনে নিয়োগপ্রাপ্ত নিবন্ধন সনদধারী-সনদবিহীন ও এনটিআরসিএর অধীনে সুপারিশপ্রাপ্ত স্কুল, কলেজ ও মাদরাসার সকল ইনডেক্সধারী শিক্ষকের জন্য হাইকোর্টের বদলি রায় হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছে বদলি রায় পর্যালোচনা করেই বদলির চূড়ান্ত নীতিমালা প্রকাশ করবে কিন্তু তার আগেই তারা খণ্ডিত খসড়া নীতিমালা প্রকাশ করেছে কমিটির অধীনে নিয়োগপ্রাপ্ত ইনডেক্সধারী শিক্ষকদের বাদ দিয়েই যা চরম অমানবিক।

বদলি প্রথা চালুর দাবিতে বদলিপ্রত্যাশী এমপিওভুক্ত ইনডেক্সধারী শিক্ষক কমিটি ২০১৬ খ্রিষ্টাব্দ থেকে আন্দোলন করে আসছে। কমিটির অধীনে নিয়োগপ্রাপ্ত হবিগঞ্জ, চাঁদপুর ও কুমিল্লাসহ বিভিন্ন জেলায় শিক্ষকদের বেতন আটকে রাখাসহ নানারকম হয়রানি-নিপীড়ন করা হচ্ছে।

বদলির বিধান না থাকায় কমিটির অধীনে নিয়োগপ্রাপ্ত সারা দেশের স্কুল, কলেজ ও মাদরাসার ৭১ জন শিক্ষক বদলি প্রথা চালুর দাবিতে ২০১৮ খ্রিষ্টাব্দে হাইকোর্টে একটি রীট নং ২৭৯/২০১৯ দাখিল করি এবং হাইকোর্ট শিক্ষকদের পক্ষেই রায় দেয় ২০১৯ খ্রিষ্টাব্দে যার কপি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে অষ্টমবারের মতো পাঠানো হয়েছে স্মারকলিপিসহ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।