ঢাকাবুধবার , ২০ ডিসেম্বর ২০২৩
  1. কারিগরি
  2. ক্যাম্পাস
  3. খেলাধুলা
  4. জব কর্নার
  5. দেশ-বিদেশ
  6. প্রাথমিক
  7. বিনোদন
  8. বিশ্ব-বিদ্যালয়
  9. মতামত
  10. মাদ্রাসা
  11. মাধ্যমিক
  12. শিক্ষাগুরু
  13. সম্পাদকীয়
  14. সারা দেশ

নতুন কারিকুলামে আপনার কিছু খুটিনাটিঅজানা তথ্য

nasir uddin
ডিসেম্বর ২০, ২০২৩ ৭:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

  1. শিক্ষাবাতায়ন ডেস্কঃ নতুন শিক্ষা কারিকুলাম
    ০১। সাপ্তাহিক ছুটি ২ দিন।
    ০২। ক্লাস টেনের আগে কোনো পাবলিক পরীক্ষা নেই।
    ০৩। ক্লাস 3 এর আগে কোনো পরীক্ষাই নেই!
    ০৪। এসএসসি -তে মাত্র ৫ বিষয়ের পরীক্ষা। বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স ও সোশ্যাল সায়েন্স। কোনো পত্র নেই। মাত্র ৫ দিনেই শেষ।
    ০৫। সায়েন্স, আর্টস, কমার্স গ্রুপিং হবে ইন্টারমিডিয়েটে।
    ০৬। হাইস্কুল লেভেলে বিষয় থাকবে ১০ টি:
    কিন্তু এস এস সি তে পরীক্ষা হবে ৫ টি
    ০১। – বাংলা
    ০২। – ইংরেজি
    ০৩। – গণিত
    ০৪। – জীবন ও জীবিকা
    ০৫ – বিজ্ঞান
    ০৬। – সামাজিক বিজ্ঞান
    ০৭। – ডিজিটাল প্রযুক্তি
    ০৮। – ধর্মশিক্ষা
    ০৯। – ভালো থাকা
    ১০। – শিল্প ও সংস্কৃতি
    ২০২৬ এ এইচএসসি
    ২০২৪ এ নবম শ্রেণি
    ইন্টারমিডিয়েটে সাবজেক্ট ৬টা। প্রত্যেকটার পত্র ৩ টা করে। ফার্স্ট ইয়ারে সবগুলোর প্রথম পত্রের পাবলিক এক্সাম। সেকেন্ড ইয়ারে সেকেন্ড ও থার্ড পার্টের। তারপর ২ এক্সাম মিলিয়ে চূড়ান্ত এইচএসসির রেজাল্ট।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।