ঢাকাশনিবার , ১৩ জানুয়ারি ২০২৪
  1. কারিগরি
  2. ক্যাম্পাস
  3. খেলাধুলা
  4. জব কর্নার
  5. দেশ-বিদেশ
  6. প্রাথমিক
  7. বিনোদন
  8. বিশ্ব-বিদ্যালয়
  9. মতামত
  10. মাদ্রাসা
  11. মাধ্যমিক
  12. শিক্ষাগুরু
  13. সম্পাদকীয়
  14. সারা দেশ

লালমনিরহাটে যৌতুকের জন্য স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু।

nasir uddin
জানুয়ারি ১৩, ২০২৪ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

লুৎফর রহমান,রংপুর ব্যুরো চীফঃ

লালমনিরহাটের কালীগঞ্জে স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের বান্দেরকুরা গ্রামে ঘটনা ঘটে।

ঘাতক স্বামীর নাম আব্দুল লতিফ (৩৭)। তিনি বান্দেরকুড়া এলাকার আব্দুল মালেকের ছেলে। নিহত গৃহবধূর নাম রত্না বেগম (৩২)। তিনি একই উপজেলার বৈরাতি গ্রামের জহুরুল ইসলামের মেয়ে ও আব্দুল লতিফের স্ত্রী।

পুলিশ জানায়, পারিবারিক কলহ ও যৌতুকের জন্য নিহত রত্না বেগমকে মারধর করে স্বামী। এতে রত্না বেগম অসুস্থ হয়ে গেলে স্থানীয় চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয়। পরে রাত আনুমানিক ১২টার দিকে মারা যায় রত্না। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে এবং ঘাতক স্বামী আব্দুল লতিফকে আটক করা হয়।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহ এবং যৌতুক দাবিতে স্বামীর আঘাতে মারা গেছে রত্না বেগম। খবর পেয়ে পুলিশ স্বামী আবদুল লতিফকে আটক করে। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।