নিজস্ব প্রতিবেদকঃ এনটিআরসিএ(বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের)নতুন চেয়ারম্যান হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব মো. সাইফুল্লাহিল আজম। তিনি এর আগে স্বাস্থ্য সেবা বিভাগের উন্নয়ন অনুবিভাগে কর্মরত ছিলেন। তাকে এনটিআরসিএর চেয়ারম্যান পদে নিয়োগ দিয়ে গতকাল বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
উপসচিব আবদুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, তার নিয়োগের আদেশ অবিলম্বে কার্যকর হবে।
২০২১ খ্রিষ্টাব্দের ৩ মে অতিরিক্ত সচিব এনামুল কাদের খান এনটিআরসিএর চেয়ারম্যান হিসেবে পদায়ন পেয়েছিলেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।