ঢাকাশুক্রবার , ১ মার্চ ২০২৪
  1. কারিগরি
  2. ক্যাম্পাস
  3. খেলাধুলা
  4. জব কর্নার
  5. দেশ-বিদেশ
  6. প্রাথমিক
  7. বিনোদন
  8. বিশ্ব-বিদ্যালয়
  9. মতামত
  10. মাদ্রাসা
  11. মাধ্যমিক
  12. শিক্ষাগুরু
  13. সম্পাদকীয়
  14. সারা দেশ
আজকের সর্বশেষ সবখবর

“বেলি রোডে আগুনের ঘটনা: প্রধানমন্ত্রীর দুঃখে মানুষের সমবেদনা”

nasir uddin
মার্চ ১, ২০২৪ ১২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর বেলি রোডের বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের দুঃখ ও শোক প্রকাশ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেছেন। তিনি আহতদের চিকিৎসা ও তাৎক্ষণিক সাহায্যের জন্য সরকারি কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন।শুক্রবার (১ মার্চ) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে শোকবার্তায় বলা হয়েছে যে, আগুন দ্রুত নিয়ন্ত্রণে নিয়োজিত সবার প্রতি প্রধানমন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ভয়াবহ এই আগুনের ঘটনায় মারা যাওয়াদের মধ্যে ২০ জনের মরদেহ এরইমধ্যে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (১ মার্চ) সকাল সাড়ে ৬টা পর্যন্ত মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পুলিশের নিউমার্কেট জোনের সহকারী কমিশনার রেফাতুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হচ্ছে। পুলিশের রমনা বিভাগের কর্মকর্তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে উপস্থিত থেকে বিষয়টি তদারকি করছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।